Share to: share facebook share twitter share wa share telegram print page

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
প্রাতিষ্ঠানিক লোগো
সংক্ষেপেবিএলআরআই
গঠিত১৯৮৪
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরসাভার, ঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
মহাপরিচালক
ড. এস এম জাহাঙ্গীর হোসেন
প্রধান অঙ্গ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
ওয়েবসাইটবিএলআরআই

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীনে একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকার সাভারে অবস্থিত।[]

ইতিহাস ও গঠন

১৯৮৪ সালে রাষ্ট্রপতির ২৮ নং অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি এর কার্যক্রম শুরু করে ১৯৮৬ সালে।[]

কর্মদায়িত্ব

  • দেশের প্রাণিসম্পদ উন্নয়নের সমস্যা চিহ্নিতকরণ এবং গবেষণার মাধ্যমে সেগুলোর সমাধানে জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন।
  • প্রাণিসম্পদের জাত সংরক্ষণ ও উন্নয়ন এবং স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য ও বাসস্থান এবং ব্যাবস্থাপনা বিষয়ে টেকসই প্রযুক্তি উদ্ভাবন।
  • দেশি ও বিদেশি জাতের ঘাসসংরক্ষণ, উন্নয়ন এবং খামারিদের মাঝে সিড কাটিং বিতরণ এবং ভেষজ স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন।
  • প্রাণিজ পণ্য তৈরি, সংরক্ষণ, উন্নয়ন এবং মূল্য সংযোজন প্রযুক্তি উদ্ভাবন।
  • খামারি পর্যায়ে প্রাণিসম্পদ প্রযুক্তির প্রাথমিক সম্প্রসারণ, প্রশিক্ষণ প্রদান এবং গণমাধ্যমে প্রচার ও প্রসারে সহায়তাকরণ।

গবেষণা বিভাগসমূহ

বিএলআরআই এর প্রধান কার্যালয়ে ১০টি গবেষণা বিভাগ ও ১টি সেবা ও সহায়তা বিভাগ রয়েছে।[] গবেষণা বিভাগগুলো হলো:

  • প্রাণী উৎপাদন গবেষণা বিভাগ
  • পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ
  • প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগ
  • ছাগল উৎপাদন গবেষণা বিভাগ
  • ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ
  • মহিষ উৎপাদন গবেষণা বিভাগ
  • বায়োটেকনোলজি বিভাগ
  • আর্থ-সামাজিক গবেষণা বিভাগ
  • ফার্মিং সিস্টেম রিসার্চ বিভাগ
  • প্রশিক্ষণ, পরিকল্পনা ও পরীক্ষণ বিভাগ

গবেষণা কার্যক্রমসমূহ

  • জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং
  • ফিডস, ফিডার অ্যান্ড নিউট্রিশন
  • জীব-প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
  • পোল্ট্রি ও প্রাণী রোগ ও স্বাস্থ্য
  • আর্থ-সামাজিক ও ফার্মিং সিস্টেম

আপদকালীন সেবা

মূল কাজ বা দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট জরুরি প্রয়োজনে সেবা প্রদান করে থাকে যা আপদকালিন সেবা নামে পরিচিত। সেবাগুলো হল:

  • প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরবর্তীকালে প্রাণিখাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।
  • জনগুরুত্বপূর্ণ ও জরুরি প্রয়োজনে সরকারি নির্দেশে খাদ্য ও প্রাণিস্বাস্থ্য বিষয়ক নমুনা সংগ্রহ, বিশ্লেষণ ও করনীয় বিষয় নির্ধারণ এবং খামারি ও উদ্যোক্তাদের সহায়তা প্রদান।[]

তথ্যসূত্র

  1. Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই: সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
  2. "পটভূমি, বিএলআরআই" (পিডিএফ)blri.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya