বাংলা সালতানাতের বিজয়[১]
বাংলা সালতানাত–ম্রক ইউর রাজ্যের যুদ্ধ ছিলো ১৬ম শতাব্দীতে বাংলা সালতানাত এবং ম্রক ইউর রাজ্যে মধ্যে একটি সংঘর্ষ।
আরাকান পুনরুদ্ধারের পরে ম্রক রাজ্যটি বাঙালি অধীনস্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ষোড়শ শতাব্দীর মধ্যে ম্রক ইউ বাঙালি আধিপত্যর বিরোধিতা করেছিলো এবং বেশ কয়েকবার স্বাধীনতা ঘোষণা করেছিলো। চট্টগ্রাম বন্দর সহ দক্ষিণ-পূর্ব বাংলা প্রায়শই আরাকানদের অধীনস্থ হয়ে গিয়েছিলো।[১]
বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ১৫১০ এর দশকে এই অঞ্চল আক্রমণ করেন। যুদ্ধটি ১৫১৬ সাল পর্যন্ত অব্যাহত ছিল, তারপর ম্রক ইউ চট্টগ্রাম ও উত্তর আরাকানের উপর বাঙালি সার্বভৌমত্বকে স্বীকার করে।[১] দ্বন্দ্বের ফলস্বরূপ, ম্রউক ইউ আবারো বাংলা সুলতানাতের অধীনস্থে পরিণত হয়েছিল।[১]