বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে সব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না, তাকে বর্জ্য বলে। সাইটোটক্সিক বর্জ্য: ওষুধেরঅবশিষ্টাংশ, ওষুধের সংক্রামক বর্জ্য ফয়েল, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বর্জ্য পদার্থ সমূহ।
একে তিনভাগে ভাগ করা হয়-
১.রিফিউজ (ইংরেজি: Refuge) ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা, কৃষিকার্য ইত্যাদি উৎস থেকে যে বর্জ্য পদার্থ পাওয়া যায় তাকে রিফিউজ বলে।
২.মলমূত্র ঘর্মাদি (ইংরেজি: Exereat) মানুষের মলমূত্রকে এক্সক্রিয়েটা বলে।
৩.সালেজ (ইংরেজি: Sullage) ঘরবাড়ির বর্জ্য পদার্থ যার ভেতর মলমূত্র থাকে না তাকে সালেজ বলে।
– বাতাস দুষিত করে এবং রোগ জীবাণু ছড়ায়।
– জলকে দুষিত করে এবং রোগজীবাণু ছড়ায়।
– মশা-মাছির মাধ্যমে বর্জ্য পদার্থ খাবারকে দুষিত করে এবং রোগ জীবাণু ছড়ায়।
– পরিবেশ নোংরা করে।
– দুর্গন্ধ ছড়ায়।
– জীবাণুর সংক্রমণে সহায়তা করে।
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!