বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, টাংগাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। [১][২][৩] বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। [৪][৫]
১৯৪৮ সালের ১লা জানুযারী খাগজানা নদীর কুল ঘেষে বরাটি নরদানা পাকিস্তান উচ্চ বিদ্যালয় নামে এই বিদ্যালয় যাত্রা শুরু করে। স্বাধীনতার পর এর নামকরণ করা হয় বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়।