বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[৩] এই সুপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯১২ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যা পরবর্তীতে একটি বেসরকারি কলেজে উন্নীত হয়েছে।[১][২]
বনগ্রাম এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী তারক নারায়ণ চৌধুরী ও বাবু রামধনের পরামর্শে তৎকালীন বনগ্রাম এলাকার জমিদার আনন্দ কিশোর রায় চৌধুরী বনগ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সম্মত হন এবং তার অর্থায়নে ১৯১২ সালে বনগ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আনন্দ কিশোর রায়ের পাশাপাশি অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখেন কালী ভৈরব সরকার নামক একজন ধনাঢ্য ব্যক্তি। তবে আনন্দ কিশোর রায়ের নামানুসারেই বিদ্যালয়টির নামকরণ করা হয় "বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়"।[১][২] বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১০৩ বছর পর ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ দান শুরু হয়।
মনোরম গ্রামীণ পরিবেশে ১.৪৫ একর জমির উপর নির্মিত বিদ্যালয় ও কলেজ শিক্ষাঙ্গনে মোট চারটি ভবন রয়েছে। ভবনগুলোর আয়তন যথাক্রমে ৮৮২, ৮৫.২৫, ৭১.২৫ ও ৫৫ বর্গমিটার।[১]
শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মাধ্যমিক (৬ষ্ঠ থেকে ১০ম) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) পর্যায়ের শ্রেণী কার্যক্রম চালু আছে। নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান চালু রয়েছে।[৪] ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাশের হার ৭৭.৩% তন্মধ্যে সর্বোচ্চ পাশের হার (৯১.৬৭%) ছিলো ২০১৪ সালে। আর ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাশের হার ৬২.১৭%।[খ] তাছাড়া অত্র শিক্ষাপ্রতিষ্ঠান ২০১০ সালে থানা আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল।[১]
বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ[১]:-