ফিলিস্তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী (পিএনএসএফ) সামরিক পদগুলো ব্যবহার করে থাকে। ঐতিহাসিক কারণে, ফিলিস্তিনের সামরিক পদগুলোর চিহ্নের (insignia) নকশা অন্যান্য আরব প্রজাতন্ত্র যেমন: সিরিয়া, মিশর এবং ইরাকের সাথে সাদৃশ্যপূর্ণ।[১] সিরিয়াপন্থী ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী – ফিলিস্তিন লিবারেশন আর্মিরও সামরিক পদমর্যাদা রয়েছে এবং সেগুলো অনেকটা পিএনএসএফ-এর মতোই।