ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি হচ্ছে বাংলাদেশের শরিয়াহ্ভিত্তিক একটি পাবলিক লিমিটেড ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ২৯শে আগস্ট ১৯৯৯ সালে। এরপর ২২শে সেপ্টেম্বর ১৯৯৯ সালে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক হতে প্রচলিত ব্যাংকিং ধারার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে অনুমতি বা লাইসেন্স প্রাপ্ত হয়। এটি আবার পরে ০১ জানুয়ারী ২০০৯ সাল থেকে প্রচলিত ব্যাংকিং ধারার বদলে শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং ধারায় কার্যক্রম শুরু করে। ২০০৮ সালে ব্যাংকটি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়।[২] বর্তমানে ব্যাংকটি ০৯টি আঞ্চলিক কার্যালয়, ২০৬টি শাখা, ১৭৭টি উপশাখা, ২৪৬টি এটিএম, ১০৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২৮টি কালেকশন বুথ এবং বিস্তৃত একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রমের সেবা চালিয়ে যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৯ সালে অর্ন্তভুক্ত করা হয় একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে। ১ বিলিয়ন টাকা মূলধন নিয়ে ২৫ অক্টোবর ১৯৯৯ সালে এটি যাত্রা শুরু করে।[৩] ২০১৪ সালে বাংলাদেশ স্পোটর্স প্রেস এ্যসোসিয়েশন (BSPA) এটিকে সেরা স্পন্সর হিসেবে ঘোষণা করে। [৪] ব্যাংকটি জাতীয় স্কুল হকি লীগকে স্পন্সর করেছিল।[৫]
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। ব্যাংকি একটি দাতব্য হাসপাতাল ও বিদ্যালয় স্থাপন করেছে। [৬]