পূর্ব জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন (জার্মান: Deutscher Fußball-Verband der DDR; এছাড়াও সংক্ষেপে ডিএফভি নামে পরিচিত) হচ্ছে পূর্ব জার্মানিরফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৮ সালের ১৭ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৫২ সালেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করেছিল; ১৯৯০ সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই সংস্থার বিলুপ্তি হওয়ার পূর্ব পর্যন্ত উভয় সংস্থার সদস্য ছিল। এই সংস্থার সদর দপ্তর পূর্ব জার্মানির লাইপৎজিশে ছিল।