এটি পাকিস্তানে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের একটি তালিকা। বর্তমানে ইসলামাবাদেরকূটনৈতিক এলাকায় ৭৮টি কূটনৈতিক মিশন রয়েছে, এবং বিশ্বের অনেক দেশ পাকিস্তানের অন্য শহরগুলিতেও কনস্যুলেট পরিচালনা করে থাকে।
কিছু রাষ্ট্র অন্য দেশের রাজধানী থেকেও অনাবাসিক দূতাবাসসমূহ ব্যবহার করে, এরমধ্যে রয়েছে- আবুধাবি, আঙ্কারা, বেইজিং, রিয়াদ এবং তেহরান।