পাকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল মহিলাদের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করে।[১] দলটি পাকিস্তান ফুটবল ফেডারেশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পাকিস্তান মহিলা দলের বর্তমান অধিনায়ক ২১ বছর বয়সি হাজেরা খান।
† অস্থায়ী সহযোগী সদস্য - ফিফার সদস্য নয়