কমান্ডার অব দ্য নেভি হচ্ছে শ্রীলঙ্কা নৌবাহিনীর সর্বোচ্চ নিয়োগ। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার পদটি রাজকীয় নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড এবং মার্কিন নৌবাহিনীর চীফ অব নেভাল অপারেশন্স পদের সমান।
১৯৫০ সালের ৯ ডিসেম্বর ক্যাপ্টেন অব দ্য রয়্যাল সিলন নেভি নামের একটি পদ তৈরি হয়।[১] ১৯৭২ সালে সিলনের নাম শ্রীলঙ্কা হয়ে গেলে সিলন নেভির নাম শ্রীলঙ্কা নৌবাহিনী হয়ে যায় এবং 'ক্যাপ্টেন অব দ্য নেভি' কমান্ডার অব দ্য নেভি নামে রূপান্তরিত হয়।[২]
শ্রীলঙ্কা নৌবাহিনী