নেভিল লিন্ডসে
১৯৩০ সালের সংগৃহীত স্থিরচিত্রে নেভিল লিন্ডসে |
|
পূর্ণ নাম | নেভিল ভার্নন লিন্ডসে |
---|
জন্ম | (১৮৮৬-০৭-৩০)৩০ জুলাই ১৮৮৬ হ্যারিস্মিথ, অরেঞ্জ ফ্রি স্টেট |
---|
মৃত্যু | ২ ফেব্রুয়ারি ১৯৭৬(1976-02-02) (বয়স ৮৯) পিটারমারিৎজবার্গ, নাটাল, দক্ষিণ আফ্রিকা |
---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
---|
ভূমিকা | ব্যাটসম্যান |
---|
সম্পর্ক | জনি লিন্ডসে (ভ্রাতৃষ্পুত্র) ডেনিস লিন্ডসে (দৌহিত্র) |
---|
|
জাতীয় দল | |
---|
একমাত্র টেস্ট (ক্যাপ ৯৯) | ১২ নভেম্বর ১৯২১ বনাম অস্ট্রেলিয়া |
---|
|
---|
|
বছর | দল |
১৯০৬/০৭ - ১৯২৬/২৭ | ট্রান্সভাল |
---|
১৯১২/১৩ - ১৯১৩/১৪ | অরেঞ্জ ফ্রি স্টেট |
---|
|
---|
|
|
|
---|
|
নেভিল ভার্নন লিন্ডসে (ইংরেজি: Neville Lindsay; জন্ম: ৩০ জুলাই, ১৮৮৬ - মৃত্যু: ২ ফেব্রুয়ারি, ১৯৭৬) অরেঞ্জ ফ্রি স্টেটের হ্যারিস্মিথ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অরেঞ্জ ফ্রি স্টেট ও ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন নেভিল লিন্ডসে। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
খেলোয়াড়ী জীবন
১৯০৬-০৭ মৌসুম থেকে ১৯২৬-২৭ মৌসুম পর্যন্ত নেভিল লিন্ডসে’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন নেভিল লিন্ডসে। ১২ নভেম্বর, ১৯২১ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
২ ফেব্রুয়ারি, ১৯৭৬ তারিখে ৮৯ বছর বয়সে নাটালের পিটারমারিৎজবার্গ এলাকায় নেভিল লিন্ডসে’র দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ