নেপালিস্যাট-১, বার্ড এনপিএল নামেও পরিচিত,[২]এটি নেপালের নিম্ন কক্ষপথ গবেষণা উপগ্রহ এবং নেপালের প্রথম উপগ্রহ।[৩] একটি শ্রীলঙ্কার উপগ্রহ, রাবণ ১ এর সাথে, এটি ২০১৯ সালের ১৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সিগনাস এনজি-১১ এর অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয়েছিল।[৪] এটি ২০১৯ সালের ১৯ এপ্রিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল এবং অনুমান করা হয়েছিল যে এটি ছয় মাস ধরে পৃথিবীকে ঘুরবে এরপরে মোতায়েন করা হবে।[৫]
পটভূমি
ন্যানোস্যাটেলাইটটি দুই নেপালি বিজ্ঞানী আভাস মাস্কি এবং হরিরাম শ্রেষ্ঠা দ্বারা তৈরি করা হয়েছিল। যাঁরা দুজনেই সেই সময়ে জাপানিজ কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যয়নরত ছিলেন। আভাস মাস্কি, মহাকাশ প্রকৌশলে পিএইচডি প্রার্থী ছিলেন বার্ডস-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এবং তিনি নিজেকে এই প্রকল্পে যুক্ত করেছিলেন।[৬] স্যাটেলাইটের ভর ছিল ১.৩ কেজি[৭] এবং এটি নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা অর্থায়ন করা হয়েছিল যখন এটি জাপানিজ কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজির BIRDS-3 প্রকল্পের অধীনে নির্মিত হয়েছিল।[৮] পাখি প্রোগ্রাম-এর মূল লক্ষ্য ছিল এমন দেশগুলিকে সমর্থন করা যারা কখনও মহাকাশে স্যাটেলাইট পাঠায়নি।.[৬] স্যাটেলাইট তৈরিতে খরচ হয়েছে প্রায় বিশ মিলিয়ন নেপালি রুপি।[৩] স্যাটেলাইটে ডেভেলপারদের নামের পাশাপাশি নেপালের পতাকা এবং নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএএসটি) লোগো রয়েছে।[৯][১০]
স্যাটেলাইট উৎক্ষেপণ
স্যাটেলাইটটি ২০১৯ সালের ১৮ এপ্রিল ভার্জিনিয়া থেকে সকাল ০২:৩১ মিনিটে (নেপাল মান সময়) উৎক্ষেপণ করা হয়েছিল।[১১] স্যাটেলাইটটি প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করছিল।[৩] দেশটিকে ভৌগলিক তথ্য দিতে স্যাটেলাইটটি নেপালের ছবি তুলেছে।[৯] সুরেশ কুমার ধুঙ্গেল কাঠমান্ডু পোস্ট কে বলেছেন: "স্যাটেলাইটটি এক বছর পৃথিবীর কক্ষপথে থাকবে যার মধ্যে উপগ্রহটি নিবিড়ভাবে অধ্যয়ন করা হবে" এবং "যেহেতু এটি একটি শেখার পর্যায়, তাই উপগ্রহটির অধ্যয়ন সাহায্য করবে। আমরা ভবিষ্যতে আরও উন্নত স্যাটেলাইট তৈরি করতে চাই।"[৪]
অভ্যর্থনা
নেপালের প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ শর্মা ওলী বিজ্ঞানীদের টুইটার মাধ্যমে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "যদিও একটি নম্র সূচনা, নেপালিস্যাট-১ উৎক্ষেপণের মাধ্যমে নেপাল মহাকাশ যুগে প্রবেশ করেছে। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। বিজ্ঞানী ও প্রতিষ্ঠান যারা উন্নয়ন থেকে শুরু করে এর প্রবর্তন পর্যন্ত জড়িত ছিল যার ফলে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।"[১১] নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএএসটি) এর মুখপাত্র সুরেশ কুমার ধুঙ্গেল বলেছেন, "...দেশে মহাকাশ প্রকৌশলের জন্য নতুন পথ খোলার জন্য তারা স্যাটেলাইটে বিনিয়োগ করেছে।"[১১]
এই স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের পর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের আরেকটি দল "নেপাল পিকিউ-১ নামে আরেকটি উপগ্রহে কাজ করছিলেন", যা ২০২০ সালে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল।[১২]
আরো দেখুন
তথ্যসূত্র
- ↑ "NEPALISAT1 - Norad 44331U"। Satview। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২১।
- ↑ "Bird B, BTN, G, J, JPN, LKA, M, MYS, N, NPL, PHL (BRAC Onnesha, Bhutan 1, GhanaSat 1, Toki, Uguisu, Raavana 1, Mazaalai, UiTMSAT 1, EduSat 1, NepaliSat 1, MAYA 1)"। space.skyrocket.de। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ "NepaliSat-1 to be launched tomorrow"। The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "Nepal's first ever satellite launched into space"। kathmandupost.ekantipur.com (English ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "Nepal's first ever satellite, NepaliSat-1, launched"। TechSansar.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৯। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "Nepal First Satellite Launched [BIRD-3 Project]"। www.ourtechroom.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Nepal launches its first satellite from USA"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "पहिलो चोटि नेपाली 'न्यानो स्याटलाइट' अन्तरिक्षमा" (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "Nepal launches its first Satellite named Nepali Sat-1"। NepaliTelecom (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "नेपालले आफ्नो पहिलो भु-उपग्रह अमेरिकाबाट अन्तरिक्षमा पठाएको छ"। The Quint (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ "Nepal launches its first satellite NepaliSat-1 from US"। www.businesstoday.in। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "Nepal's first ever satellite launched into space"। www.msn.com। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ