নাদওয়াতুল মুসান্নিফীন ছিল দিল্লির একটি ইসলামি গবেষণা একাডেমি ও প্রতিষ্ঠান। আতিকুর রহমান উসমানি, হামিদ আল-আনসারি গাজি, হিফজুর রহমান সিওহারভি এবং সাইদ আহমদ আকবরাবাদী এটি প্রতিষ্ঠা করেন। নিচে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইয়ের একটি তালিকা রয়েছে।