Share to: share facebook share twitter share wa share telegram print page

নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল

নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল
পশ্চিমবঙ্গ সরকার
নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থাননবদ্বীপ, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত
স্থানাঙ্ক২৩°২৫′২৯″ উত্তর ৮৮°২১′২৬″ পূর্ব / ২৩.৪২৪৮২৭° উত্তর ৮৮.৩৫৭২০৭৬° পূর্ব / 23.424827; 88.3572076
সংস্থা
তহবিলসরকার
ধরনসাধারণ
পরিষেবা
জরুরী বিভাগবর্তমান
শয্যা১২৫
ইতিহাস
চালু১৮৯৭ (১২৭ বছর আগে) (1897) গ্যারেট হাসপাতাল নামে প্রতিষ্ঠা হয়

নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল[] (পূর্বনাম গ্যারেট হাসপাতাল) পশ্চিমবঙ্গের নবদ্বীপে অবস্থিত একটি সরকারি হাসপাতাল। ১৮৯৭ খ্রিস্টাব্দে হাসপাতালটি স্থাপিত হয়। এখানে ব্লাড ব্যাঙ্ক পরিষেবা বর্তমান।[]

ইতিহাস

১৮৯৭ খ্রিস্টাব্দে নবদ্বীপ হাসপাতাল স্থাপিত হয়। তৎকালীন নদীয়া জেলাশাসক জে. এইচ. আর. গ্যারেট সাহেবের নামানুসারে হাসপাতালের নাম গ্যারেট হাসপাতাল রাখা হয়।[] নবদ্বীপাধিপতি মহারাজ ক্ষিতিশচন্দ্র রায়, নারাজোলের রাজা নরেন্দ্রলাল খাঁ এবং ভূকৈলাসের রাণী তারাসুন্দরী দেবীর অর্থসাহায্য নবদ্বীপ হাসপাতাল গড়ে ওঠে। পরবর্তীকালে নবদ্বীপ নিবাসী আনন্দময় রায়, সীতানাথ চৌধুরী, দেবেন্দ্রনাথ বাগচি, কিশোরী দাসী, রনজিৎ পাল চৌধুরী এবং ডাঃ মণিলাল কুন্ডু হাসপাতালের উন্নতিসাধনের জন্য বিশেষভাবে অর্থ সাহায্য করেন। নবদ্বীপের ব্রজকৃষ্ণ মুখোপাধ্যায় এই হাসপাতালের প্রথম অ্যাসিস্টেন্ট সার্জেন ছিলেন। হাসপাতাল প্রতিষ্ঠার পূর্বে এখানে রত্নমণি কুন্ডুর দাতব্য ঔষধলয় ছিল।[]

পরিষেবা

বর্তমানে এই হাসপাতালের শয্যাসংখ্যা ১২৫।[] জরুরী বিভাগ ও বহির্বিভাগ যুক্ত এই নবদ্বীপ হাসপাতালে ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট ব্লাড-ব্যাঙ্ক পরিষেবার সূচনা হয়।[] যার ফলে নবদ্বীপ পুর এলাকা ও পঞ্চায়েত ছাড়াও নবদ্বীপ সংলগ্ন বর্ধমানের বিদ্যানগর, চাঁদপুর, শ্রীরামপুর, জাহান্নগর, ভাণ্ডারটিকুরি ও পূর্বস্থলীর কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়। শুরুর দিকে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্লাড ব্যাঙ্ক খোলা থাকলেও পরবর্তীতে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সন্ধ্যে পর্যন্ত ব্লাড ব্যাঙ্ক খোলা থাকে।[]

তথ্যসমূহ

পাদটীকা

  1. নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল নামেও পরিচিত

তথ্যসূত্র

  1. "Blood"bloodbank.silpasathi.in। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩ 
  2. Garrett, J. H. E. (১৯১০)। Bengal District Gazeteers: Nadia। কলকাতা: বেঙ্গল সেক্রেটারিয়েট বুক ডিপো, কলকাতা। পৃষ্ঠা ৬৪। 
  3. রাঢ়ি, কান্তিচন্দ্র (১৯৩৭)। দত্ত, জিতেন্দ্রিয়; দত্ত, ফণীভূষণ, সম্পাদকগণ। নবদ্বীপ মহিমা (দ্বিতীয় সংস্করণ)। নবদ্বীপ। পৃষ্ঠা ৪২৪। 
  4. "Health & Family Welfare Department" (পিডিএফ)স্বাস্থ্য পরিসংখ্যান - হাসপাতাল। পশ্চিমবঙ্গ সরকার। ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০ 
  5. সংবাদদাতা, নিজস্ব। "দীর্ঘ দিনের দাবি মেনে ব্লাডব্যাঙ্ক চালু নবদ্বীপে"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩ 
  6. সংবাদদাতা, নিজস্ব। "নবদ্বীপে বিকেল ৪টের পরেও খোলা থাকবে ব্লাড ব্যাঙ্ক"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya