নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতাল[ক] (পূর্বনাম গ্যারেট হাসপাতাল) পশ্চিমবঙ্গের নবদ্বীপে অবস্থিত একটি সরকারি হাসপাতাল। ১৮৯৭ খ্রিস্টাব্দে হাসপাতালটি স্থাপিত হয়। এখানে ব্লাড ব্যাঙ্ক পরিষেবা বর্তমান।[১]
১৮৯৭ খ্রিস্টাব্দে নবদ্বীপ হাসপাতাল স্থাপিত হয়। তৎকালীন নদীয়া জেলাশাসক জে. এইচ. আর. গ্যারেট সাহেবের নামানুসারে হাসপাতালের নাম গ্যারেট হাসপাতাল রাখা হয়।[২] নবদ্বীপাধিপতি মহারাজ ক্ষিতিশচন্দ্র রায়, নারাজোলের রাজা নরেন্দ্রলাল খাঁ এবং ভূকৈলাসের রাণী তারাসুন্দরী দেবীর অর্থসাহায্য নবদ্বীপ হাসপাতাল গড়ে ওঠে। পরবর্তীকালে নবদ্বীপ নিবাসী আনন্দময় রায়, সীতানাথ চৌধুরী, দেবেন্দ্রনাথ বাগচি, কিশোরী দাসী, রনজিৎ পাল চৌধুরী এবং ডাঃ মণিলাল কুন্ডু হাসপাতালের উন্নতিসাধনের জন্য বিশেষভাবে অর্থ সাহায্য করেন। নবদ্বীপের ব্রজকৃষ্ণ মুখোপাধ্যায় এই হাসপাতালের প্রথম অ্যাসিস্টেন্ট সার্জেন ছিলেন। হাসপাতাল প্রতিষ্ঠার পূর্বে এখানে রত্নমণি কুন্ডুর দাতব্য ঔষধলয় ছিল।[৩]
বর্তমানে এই হাসপাতালের শয্যাসংখ্যা ১২৫।[৪] জরুরী বিভাগ ও বহির্বিভাগ যুক্ত এই নবদ্বীপ হাসপাতালে ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট ব্লাড-ব্যাঙ্ক পরিষেবার সূচনা হয়।[৫] যার ফলে নবদ্বীপ পুর এলাকা ও পঞ্চায়েত ছাড়াও নবদ্বীপ সংলগ্ন বর্ধমানের বিদ্যানগর, চাঁদপুর, শ্রীরামপুর, জাহান্নগর, ভাণ্ডারটিকুরি ও পূর্বস্থলীর কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়। শুরুর দিকে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্লাড ব্যাঙ্ক খোলা থাকলেও পরবর্তীতে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সন্ধ্যে পর্যন্ত ব্লাড ব্যাঙ্ক খোলা থাকে।[৬]