নকুল কুমার বিশ্বাস

নকুল কুমার বিশ্বাস
জন্ম (1965-12-02) ডিসেম্বর ২, ১৯৬৫ (বয়স ৫৯)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাসঙ্গীত শিল্পী
পরিচিতির কারণসঙ্গীত শিল্পী
রাজনৈতিক দলকৃষক শ্রমিক জনতা লীগ

নকুল কুমার বিশ্বাস একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। ১৯৯৬ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হওয়া তার গাওয়া ‘বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। []

পারিবারিক জীবন

নকুল কুমার বিশ্বাস ১৯৬৫ সালে মাদারীপুর জেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তার অবস্থান পঞ্চম।[] তার পিতার নাম সুরেন্দ্র নাথ বিশ্বাস এবং মাতার মঙ্গলী দেবী।

কর্ম জীবন

মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। সেই থেকে যাত্রাসহ গ্রাম ও শহরাঞ্চলে বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। গানের পাশাপাশি তিনি সেতার, তবলা, বাঁশি, সরোদ, সন্তুর, দোতারা, ও ম্যান্ডালিনসহ আরো নানারকম বাদ্য যন্ত্রে পারদর্শী, বিশেষ করে হারমোনিয়াম বাজানোতে রয়েছে তার বিশেষ দক্ষতা। বাংলাদেশ বেতারে যন্ত্র ও সঙ্গীতশিল্পী হিসেবে চাকরি করেছেন অনেকদিন। তবে ক্যারিয়ারে তার সবসেরা সুযোগটি আসে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে অংশগ্রহণের মাধ্যমে। ‘ইত্যাদি’ তে গান পরিবেশনের সুবাদেই শ্রোতা-দর্শকদের কাছে তার সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পরে।[][]

উল্লেখযোগ্য গান সমূহ

  • চাচায় চা চায় []
  • এই আমার পকেটে আছে
  • মানুষটা পাঁচ ফিট
  • হ্যালো হ্যালো মাই ডিয়ার
  • মাগো তুমি যেন না কাঁদো
  • পাঁচতলার ঐ চিলেকোঠায়
  • ভালো হইতে পয়সা লাগে না
  • কোরআন হলো জীবন্ত গ্রন্থ।[]
  • ম তে মাওলা ম তে মুহাম্মদ []
  • ন থাকে
  • একদিকে ফেসবুক আর অন্য দিকে টুইটার
  • বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কুরআন

তথ্যসূত্র

  1. "নকুলের খোঁজখবর"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "নকুল কুমার বিশ্বাস - Information About Greater Faridpur"www.greaterfaridpur.info। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "Singer Nokul Kumar's 2 co-artistes killed in road crash"Singer Nokul Kumar’s 2 co-artistes killed in road crash | theindependentbd.com। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  4. "বিবিসির সাথে গানগল্প: গায়ক নকুল কুমার বিশ্বাস"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  5. "চাচায় চা চায় (৭০ বার 'চ' ধ্বণীর সেই বিখ্যাত গান)- নকুল কুমার বিশ্বাস" 
  6. "কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ- নকুল কুমার বিশ্বাস" 
  7. "ম তে মওলা ম তে মোহাম্মদ- নকুল কুমার বিশ্বাস - Nakul Kumar Biswas" 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!