Share to: share facebook share twitter share wa share telegram print page

দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়

দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
ধুলাউড়ি রোড


৬৩০০

তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৪১; ৮৪ বছর আগে (1941)
বিদ্যালয় বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচাঁপাইনবাবগঞ্জ
ইআইআইএন১১৪৫১৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শিক্ষার্থী সংখ্যা৮৯৪
শ্রেণি৬ষ্ঠ–১০ম
শ্রেণিকক্ষ২৭
শিক্ষায়তন৩.৫০ একর (১৪,২০০ বর্গমিটার)
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
ওয়েবসাইটdblss.edu.bd

দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবীনগরের অন্যতম ও প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

১৯৪১ সালের ১ জানুয়ারি মুমিরুদ্দিন মন্ডল, মোঃ আনিশুর রহমান বিশ্বাস, মোঃ কশিমুদ্দীন, মোঃ সোলাইমান ও প্রাক্তন শিক্ষক মোঃ ইউনুসুর রহমানের উদ্যোগে দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে এটি সরাসরি স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৫ সালের ১ জুন বিদ্যালয়টি এম.পি.ও. ভূক্ত হয়।[]

সংক্ষিপ্ত বর্ণনা

দেবীনগর দ্বিমুখি মাধ্যমিক বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন ৮নং দেবীনগর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ৪নং ওর্য়াডের দেবীনগর গ্রামে অবস্থিত। স্কুল মাঠের মোট আয়তন ৭৮৭২০ বর্গফুট এবং ভবনের আয়তন ১৫,৩১৭ হাজার বর্গফুট। বিদ্যালয়টিতে পাকা জরা জীর্ন সহ মোট ৪টি ভবন আছে, যাতে মোট ২৭টি কক্ষ আছে। বিদ্যালয়টির মোট ৬.৩৬ একর জমি থাকলেও এর ক্যাম্পাসের আয়তন ৩.৫০ একর। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ চালু আছে। এমপিও ভুক্ত শিক্ষক সংখ্যা ১৩ জন। তবে বর্তমান নিয়মিত পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আরো ৫ জন শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নিয়োগ প্রাপ্ত আছেন। বিদ্যালয়ে বর্তমানে কর্মরত কর্মচারীর সংখ্যা ৪ জন।

সুযোগ-সুবিধা

ল্যাবরেটরি

দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়ে একটি ল্যাবরেটরি রয়েছে, যা বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত। এই ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে সকল কিছু শেখানো হয়।

কম্পিউটার ল্যাব

বাংলাদেশ সরকার ২০১৩ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি শিক্ষা কার্যক্রম এর সাথে যুক্ত করে। যার ফলে ২০১৫ সালে দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। কম্পিউটার ল্যাবটিতে দশটি ডেস্কটপ ও দুইটি ল্যাপটপ রয়েছে। কম্পিউটার ল্যাবটি বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত।

গ্রন্থাগার

দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়ে একটি গ্রন্থাগার রয়েছে। যেখানে নানা ধরনের জ্ঞানমূলক বই রয়েছে।

তথ্যসূত্র

  1. "দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়"দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya