জাতীয় জোট
দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদসমূহ হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার ক্ষুদ্রতম পল্লী অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এই জেলাটিতে ১৩টি উপজেলা, ১৩টি থানা এবং ০৯টি পৌরসভা, ১০৩টি ইউনিয়ন, ১,৯২৬ টি মৌজা এবং ২,১৩১টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। নিম্নে বিস্তারিত তালিকা উল্লেখ করা হল: