তিউনিসিয়া ২৪ টি গভর্নরেটে বিভক্ত (উইলিয়াত, একবচন: উইলিয়াহ)। আরবিতে এই শব্দটিকে প্রদেশ বা সংযুক্ত রাষ্ট্র (যদিও তিউনিসিয়া এককেন্দ্রীক রাষ্ট্র হিসাবে এর এটি ক্ষেত্রে প্রয়োগ হয় না) হিসাবেও অনুবাদ করা যেতে পারে।
গভর্নরেট ২৬৪ টি "প্রতিনিধি" বা "জেলা" (মুতামাদিয়াত) তে বিভক্ত এবং এগুলি আবার পৌরসভা (বালাদিয়াত),[৩] এবং শাখা (ইমাদাত) তে বিভক্ত।[৪]
তিউনিসিয়ায় পুরো দেশটিতে ৬ টি অঞ্চল রয়েছে।[৫] রাজধানী তিউনিসের নিকবর্তী অঞ্চল বেশিরভাগ আংশিক--শুষ্ক। তবে দক্ষিণাঞ্চলে এটি সাহারা মরুভূমির কারণে খুবই শুষ্ক।