তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড ২০১৩ সালের ৬ মার্চ বাংলাদেশের নারায়ণগঞ্জে সংঘটিত একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড।[১]
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারে প্রতিদিনের মতো সেদিনও যাচ্ছিল তানভীর মুহাম্মদ ত্বকী। খুনি সন্ত্রাসী গোষ্ঠী পথ থেকে তাকে তুলে নিয়ে যায় তাদের টর্চার সেলে। বহুজন মিলে এই কিশোরের ওপর অনেকভাবে ক্রমাগত নির্যাতন করেছে। একসময় তানভীর মুহাম্মদ ত্বকী নিহত হলে তাকে ভাসিয়ে দেয় শীতলক্ষ্যা নদীতে।[২]
ত্বকী হত্যার পর প্রবল আন্দোলন হয় সারাদেশে।[৩] আন্দোলনের চাপে সরকারী তদন্তকারী সংস্থা দ্রুত তদন্তে নামে।
খুনের এক বছরের মাথায় ২০১৪ সালে ত্বকী হত্যা মামলার তদন্তকারী সংস্থা হত্যার বিষয়ে বিস্তারিত তদন্ত করে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করে। তবে এ হত্যা তদন্ত এবং অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি।