ঢাকা-১৪ |
---|
|
|
জেলা | ঢাকা জেলা |
---|
বিভাগ | ঢাকা বিভাগ |
---|
মোট ভোটার | - ৪,১৮,২১৭ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ২,১৩,৪৬৯
- নারী ভোটার: ২,০৪,৭৪৪
- হিজড়া ভোটার: ৪
|
---|
|
|
ঢাকা-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন।
সীমানা
ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
ইতিহাস
২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচনী ফলাফল
২০২১
উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা "আগা খান মিন্টু"।
২০১৪
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আসলামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৩]
২০০৮
তথ্যসূত্র
বহিঃসংযোগ