ডেমোক্রেটিক কারেন বু্দ্ধিস্ট আর্মি ( গণতান্ত্রিক কারেন বৌদ্ধ সেনা ) ব্রিগেড ৫ ( বর্মী: ဒီမိုကရက်တစ်ကရင်အကျိုးပြုတပ်မတော် - တပ်မဟာ 5 ; সংক্ষেপে DKBA-5 ), যা ডেমোক্রেটিক কারেন বেনেভোলেন্ট আর্মি নামেও পরিচিত ( বর্মী: ဒီမိုကရက်တစ်ကရင်အကျိုးပြုတပ်မတော် ; সংক্ষেপে ডিকেবিএ ) এবং বার্মিজ সরকার কর্তৃক ক্লো হতু বাও ব্যাটালিয়ন, মিয়ানমারের একটি কারেন বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী । ২০১৬ সালে এর নেতৃত্বে ছিলেন বো নাট খান এমওয়ে। যিনি "সা লাহ পওয়ে" নামেও পরিচিত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দলটির নেতৃত্ব দেন।
ডিকেবিএ-৫ ২০০ সালে মূল ডেমোক্র্যাটিক কারেন বৌদ্ধ সেনাবাহিনী থেকে বিভক্ত হয় এবং কারেন ন্যাশনাল ইউনিয়নের সাথে শিথিলভাবে জড়িত হয়। তারা আরাকান আর্মির সাথেও কাজ করেছে। [১০]
২০১০ সালের সাধারণ নির্বাচনের সময় ডিকেবিএ-৫ কাইন রাজ্যের মায়াওয়াদ্দি টাউনশিপে সরকারী সৈন্য ও নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে। [৬] গোষ্ঠীটি ২০১১ সালের ৩ নভেম্বর সরকারের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে কিন্তু যদিও তারা ২০১০ সালের তাদের ডিকেবিএ পূর্বসূরিদের মত নিরস্ত্রীকরণে সম্মত হয়নি। [৭]
তথ্যসূত্র