ডার্ক ওয়াটারস একটি ২০১৯ সালের মার্কিন চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন টোড হেইন্স।
২০১৮ সালের ২১ সেপ্টেম্বর টোড হেইন্স ডার্ক ওয়াটারস নামের চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেন।[৩] পরের মাসে মার্ক রুফালো চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য যুক্ত হন।[৪] ২০১৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা যুক্ত হন।[৫] চলচ্চিত্রের মুখ্য চিত্রগ্রহণ যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে সম্পন্ন হয়।[৫][৬]