টু কিল আ মকিংবার্ড ১৯৬২ সালে রবার্ট মুলিগান পরিচালিত মার্কিন নাট্য চলচ্চিত্র। হার্পার লি'র ১৯৬০ সালের পুলিৎজার পুরস্কার-বিজয়ী একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন হোর্টন ফুট। অটিকাস ফিঞ্চ চরিত্রে গ্রেগরি পেক এবং স্ট্রাউট চরিত্রে মেরি ব্যাডম অভিনয় করেন। টু কিল আ মকিংবার্ড চলচ্চিত্রের মাধ্যমে রবার্ট ডুভল, উইলিয়াম উইনডম, এবং এলিস ঘোস্টলির চলচ্চিত্রে অভিষেক ঘটে।
চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে অতিশয় ইতিবাচক পর্যালোচনার পাশাপাশি বক্স-অফিসে সাফল্য লাভ করে, এবং বাজেটের চেয়ে ১০ গুণ বেশি আয় করে। চলচ্চিত্রটি তিনটি একাডেমি পুরস্কার জিতেছে, যার মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেক পুরস্কার লাভ করে এবং পাশাপাশি আটটি মনোনয়ন পায়, যার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন রয়েছে।
১৯৯৫ সালে চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রির তালিকাভুক্ত হয়। ২০০৩ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট অটিকাস ফিঞ্চ চরিত্রটিকে ২০শ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র চরিত্র ঘোষণা করে। ২০০৭ সালে এফআই'এর ১০ম বার্ষিকী তালিকায় সর্বকালের শ্রেষ্ঠ মার্কিন চলচ্চিত্রের পঁচিশতম স্থানে অবস্থান করে। ২০০৫ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ১৪ বছর বয়সের মধ্যে আপনার অবশ্যই দেখা উচিত এমন ৫০টি চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটির নাম অন্তর্ভুক্ত করে। ২০১২ সালে ইউনিভার্সাল পিকচার্সের ১০০তম বার্ষিকীর অংশ হিসেবে চলচ্চিত্রটি পুনরুদ্ধার করা হয় এবং ব্লু-রে ও ডিভিডি-তে মুক্তি দেওয়া হয়।[৩]
চলচ্চিত্রের উদ্বোধনী কৃতীত্বের ক্রমানুসারে: