টাঙ্গাইল-৫ |
---|
|
|
জেলা | টাঙ্গাইল জেলা |
---|
বিভাগ | ঢাকা বিভাগ |
---|
মোট ভোটার | - ৪,৩৪,১৯৯ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ২,১৭,৪৭৫
- নারী ভোটার: ২,১৬,৭২৪
- হিজড়া ভোটার: ০
|
---|
|
সৃষ্ট | ১৯৭৩ |
---|
|
টাঙ্গাইল-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩৪নং আসন।
সীমানা
টাঙ্গাইল-৫ আসনটি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০০৮ সালের অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আবুল কাশেম নির্বাচিত হন। তবে তিনি ঋণ ও বিল খেলাপি উল্লেখ করে দ্বিতীয় বিজয়ী প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহামুদুল হাসান হাইকোর্টে (নির্বাচনী ট্রাইব্যুনাল) আবেদন করেন। একই বছরের ১৫ ডিসেম্বর শুনানির পর হাইকোর্ট রায়ে তার সংসদ সদস্য ঘোষণার গেজেট অবৈধ ও বাতিল ঘোষণা করে।[৮] পরে নির্বাচন কমিশন তার আসন শুন্য ঘোষণা করে ও দ্বিতীয় বিজয়ী প্রার্থী মাহামুদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণা করেন। পরে আপিল প্রক্রিয়া শেষ হবার পর সাংসদ হিসেবে মাহমুদুল হাসানে ৩০ মে ২০১২ সালে শপথ নেন।[৯]
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
তথ্যসূত্র
বহিঃসংযোগ