জোন কিউস্যাক

জোন কিউস্যাক
Joan Cusack
২০১০ সালের জুনে জোন কিউস্যাক
জন্ম
জোন ম্যারি কিউস্যাক

(1962-10-11) ১১ অক্টোবর ১৯৬২ (বয়স ৬২)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীরিচার্ড বার্ক (বি. ১৯৯৬)
সন্তান
পিতা-মাতাডিক কিউস্যাক (পিতা)
ন্যান্সি কিউস্যাক (মাতা)
আত্মীয়অ্যান কিউস্যাক (বোন)
জন কিউস্যাক (ভাই)

জোন ম্যারি কিউস্যাক (ইংরেজি: Joan Mary Cusack; জন্ম: ১১ অক্টোবর ১৯৬২)[] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য ওয়ার্কিং গার্ল (১৯৮৮) এবং প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ইন অ্যান্ড আউট (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ট্রয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির জেসি চরিত্রে কণ্ঠ দেন।[]

কিউস্যাক ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হাস্যরসাত্মক স্কেচ অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভ-এর অভিনয়শিল্পীদের সদস্য ছিলেন।[] তিনি শোটাইম চ্যানেলের হিট নাট্য হাস্যরসাত্মক শেমলেস-এ শেইলা গ্যালাহার চরিত্রে অভিনয় করেন এবং এই কাজের জন্য তিনি পাঁচটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ও ২০১৫ সালে একটি এমি অর্জন করেন। তিনি অভিনেত্রী অ্যান কিউস্যাক ও অভিনেতা জন কিউস্যাকের বোন।

প্রারম্ভিক জীবন

জোন ১৯৬২ সালের ১১ই অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন এবং ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টনে বেড়ে ওঠেন।[] তার পিতা রিচার্ড জন "ডিক" কিউস্যাক (১৯২৫-২০০৩) ছিলেন একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।[] তার মাতা অ্যান পলা "ন্যান্সি" (প্রদত্ত নাম: ক্যারোলান) হলেন একজন সাবেক গণিতের শিক্ষক ও রাজনৈতিক কর্মী।[] জোনের চার ভাইবোনের দুজন অ্যান (জ. ১৯৬১) ও জন (জ. ১৯৬৬) অভিনয়শিল্পী। তার পরিবার আইরিশ মার্কিন বংশোদ্ভূত ও ক্যাথলিক ধর্মাবলম্বী।[] কিউস্যাক উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

তথ্যসূত্র

  1. "Joan Cusack biography and filmography"ট্রিবিউট (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮ 
  2. স্টোন, ন্যাটালি (১০ নভেম্বর ২০১৫)। "John Cusack Encouraged Her to Not Give Up - Joan Cusack: 5 Things You Didn't Know About the Actress"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮ 
  3. "Joan Cusack on Saturday Night Live"এনবিসি। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮ 
  4. জনসন, অ্যালান (৩ জানুয়ারি ২০০১)। "Cusack Puts Chicago on the Laugh Track" (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ৬, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  5. "CUSACK, RICHARD J."শিকাগো ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 
  6. "Miss Carolan, Newton Centre, Is Bride of Richard Cusack"ডেইলি বোস্টন গ্লোব। ১৪ ফেব্রুয়ারি ১৯৬০। অক্টোবর ১৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Q&A – Mars Needs Moms' Joan Cusack on Toy Story's Oscar and Irish-Catholic Guilt"এএমসি (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯ 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!