জুবা

জুবা
রাজধানী
উপর থেকে, বাম থেকে ডানে:
জুবার দৃশ্য, জন গারং সমাধি স্কোয়ার, এরিয়াল ভিউ, জাতিসংঘ (ইউটায়ের) বোয়িং ৭৩৭, জুবায় শ্বেত নীল নদ
জুবার পতাকা
পতাকা
জুবা দক্ষিণ সুদান-এ অবস্থিত
জুবা
জুবা
দক্ষিণ সুদানের মানচিত্রে জুবা।
স্থানাঙ্ক: ৪°৫১′ উত্তর ৩১°৩৬′ পূর্ব / ৪.৮৫০° উত্তর ৩১.৬০০° পূর্ব / 4.850; 31.600
দেশ দক্ষিণ সুদান
প্রদেশসেন্ট্রাল ইকুএশেরিয়া
কাউন্টিজুবা কাউন্টি
প্রতিষ্ঠিত১৯২২
সরকার
 • ধরনমেয়র কাউন্সিল সরকার
 • মেয়রমোহাম্মেদ এল হাজ বাবালা
উচ্চতা৫৫০ মিটার (১,৮০০ ফুট)
জনসংখ্যা (২০১১-এর আদমশুমারি)
 • মোট৩,৭২,৪১০
সময় অঞ্চলইএটি (ইউটিসি+২)

জুবা (ইংরেজি: Juba; /ˈbə/) দক্ষিণ সুদানের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর। এটি দেশটির সেন্ট্রাল ইকুএশেরিয়া নামক একটি প্রদেশেরও রাজধানী। এই শহরটি শ্বেত নীল নদের তীরে অবস্থিত।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শহরটির জনসংখ্যা তিন লাখ বাহাত্তুর হাজার চারশত দশ।[]

ইতিহাস

ঐতিহাসিক অবস্থান

Anglo-Egyptian Sudan ১৮৯৯-১৮৫৬
 সুদান ১৯৫৬-২০১১
 দক্ষিণ সুদান ২০১১-বর্তমান

পদটীকা

  1. "Estimated Population in 2011" (ইংরেজি ভাষায়)। Wolframalpha.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!