জি. প্রসাদ রাও একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অন্ধ্রপ্রদেশের আইনসভার সদস্য। [১] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত। [২]
জীবনের প্রথমার্ধ
জি. প্রসাদ রাও ভারতের অন্ধ্র প্রদেশের রাঙ্গা রেড্ডি জেলার বিকারাবাদে জন্মগ্রহণ করেছিলেন।
কেরিয়ার
জি প্রসাদ রাও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি দলের এ চন্দ্রশখরকে পরাস্ত করে রাঙ্গা রেড্ডি জেলার বিক্রাবাদ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। [৩][৪]
তথ্যসূত্র