জার্মানিতে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। ২০১৭ সালের পিউ রিসার্চ সেন্টারের অনুমান মতে, জার্মানিতে প্রায় ৪৩,০০,০০০ থেকে ৪৬,০০,০০০ মুসলিম বসবাস করে।[৩] অষ্টাদশ শতাব্দীতে তৎকালীন উসমানীয় সাম্রাজ্য ও জার্মানির মধ্যে কূটনৈতিক সুসম্পর্কের ফলে প্রথম ইসলাম জার্মানিতে আগমন করে। এরপর ১৯৬০ এর দশকে শ্রমিক অভিবাসন এবং ১৯৭০ এর দশকে রাজনৈতিক আশ্রয়ের ফলে ইসলাম জার্মান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে৷[৪]জার্মানির মুসলমানদের অধিকাংশই অভিবাসন পটভূমি থেকে এসেছেন ৷[৫][৬][৭] ২০১২ সালে জার্মান মুসলিম কনফারেন্স অনুমান করে যে, দেশটির জনসংখ্যার ৭% ইসলাম ধর্ম মেনে চলেন৷[৮] ২০১৪ সালে একটি একাডেমিক গবেষণা দাবি করে যে, প্রায় ১,০০,০০০ জার্মান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।[৯]
তুর্কি বংশোদ্ভূত বিখ্যাত জার্মান মুসলিম ফুটবলার মেসুত ওজিল বৈষম্যের স্বীকার হয়ে জার্মান জাতীয় ফুটবল দল থেকে অবসর গ্রহণ করেছেন বলে জানা যায়। রাশিয়া বিশ্বকাপের আগে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগোনের সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং এর কারণে তার ওপর জার্মান ফুটবল সংস্থা চটে যায়। এই কারণে জার্মান জনগণও তার বিরুদ্ধে ব্যাপক বিষেদগার করে । তাই তিনি অন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করা হয়।[১১]
সম্প্রদায়
জার্মানির মুসলমানরা নিজেদের ইসলামের বিভিন্ন শাখার প্রতি সম্পৃক্ত করে। (আনুমানিক তথ্য):
২০০০ এর দশকের মাঝামাঝি থেকে ২০১৬ পর্যন্ত ইউরোপের বাইরে থেকে জার্মানিতে আগমন করা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। তখন ৬৮০,০০০ জন নিয়মিত অভিবাসীর মধ্যে ২৭০,০০০ মুসলিম ছিল। এছাড়া ১,২১০,০০০ আশ্রয়প্রার্থীর মধ্যে ৯০০,০০০ জন (৭৪%) মুসলিম ছিল। এসকল আশ্রয়প্রার্থীর মধ্যে ৫৮০,০০০ আবেদনকারীকে অনুমোদন দেওয়া হয় এবং ৩২০,০০০ জন প্রত্যাখ্যাত হয়৷[১৯]
কারাগারের জনসংখ্যা
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে হাফিংটন পোস্ট ১৫ টি রাজ্যের বিচারমন্ত্রকে জিজ্ঞাসা করে রিপোর্ট করে যে, জার্মানিতে ৬৫,০০০ কারাবন্দীর মধ্যে ১২,৩০০ জন মুসলিম রয়েছে, যা কারাগারের জনসংখ্যার প্রায় ২০% গঠন করে। তন্মধ্যে ব্রেমেনে (২৯%), হামবুর্গে (২৮%), হেসেনে (২৬%) ও ব্যাডেন-ওয়ার্টেমবার্গ (২৬%) বন্দী রয়েছে। তবে পূর্ব জার্মানিতে মুসলিম কারাবন্দীর সংখ্যা খুবই কম। [২০]