জর্জীয় ফুটবল ফেডারেশন

জর্জীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৩৬; ৮৯ বছর আগে (1936) (সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে)
১৯৯০; ৩৫ বছর আগে (1990)[]
সদর দপ্তরতিবিলিসি, জর্জিয়া
ফিফা অধিভুক্তি১৯৯২[]
উয়েফা অধিভুক্তি১৯৯২
সভাপতিজর্জিয়া (রাষ্ট্র) লেভান কোবিয়াশভিলি
সহ-সভাপতি
  • জর্জিয়া (রাষ্ট্র) আকাকি আলাদাশভিলি
  • জর্জিয়া (রাষ্ট্র) কাখা চুম্বুরিজে
  • জর্জিয়া (রাষ্ট্র) আলেক্সান্ডার ইয়াশভিলি
  • জর্জিয়া (রাষ্ট্র) নিকোলোজ জারকাভা
ওয়েবসাইটwww.gff.ge

জর্জীয় ফুটবল ফেডারেশন (জর্জীয়: საქართველოს ფეხბურთის ფედერაცია, ইংরেজি: Georgian Football Federation; এছাড়াও সংক্ষেপে জিএফএফ নামে পরিচিত) হচ্ছে জর্জিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ১৯৩৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশনের একটি অংশ ছিল। স্বাধীন জর্জীয় ফুটবল ফেডারেশন ১৯৯০ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার ৫৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছর ১৯৯২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অবস্থিত।

এই সংস্থাটি জর্জিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এরোভনুলি লিগা, জর্জীয় কাপ এবং জর্জীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জর্জীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লেভান কোবিয়াশভিলি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডেভিড মুজিরি।

কর্মকর্তা

৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি লেভান কোবিয়াশভিলি
সহ-সভাপতি আকাকি আলাদাশভিলি
কাখা চুম্বুরিজে
আলেক্সান্ডার ইয়াশভিলি
নিকোলোজ জারকাভা
সাধারণ সম্পাদক ডেভিড মুজিরি
কোষাধ্যক্ষ নার্গিজ জারকাভা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ওতার জর্গাজে
প্রযুক্তিগত পরিচালক জাজা জামতারাজে
ফুটসাল সমন্বয়কারী লেভান সিকিতিশভিলি
জাতীয় দলের কোচ (পুরুষ) ভ্লাদিমির উইস
জাতীয় দলের কোচ (নারী) লেভান বায়েলিজে
রেফারি সমন্বয়কারী লেভান মিলেকাজে

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!