জর্জিয় উইকিপিডিয়া হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার জর্জিয় ভাষার সংস্করণ। জর্জিয় উইকিপিডিয়া ২০০৩ সালে যাত্রা শুরু করে এবং জানুয়ারি ২০২৫ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ১,৭৭,২৯৯টি নিবন্ধ, ১,৬৬,০০০ জন ব্যবহারকারী, ৬ জন প্রশাসক ও ১৫,৮৭৫টি ফাইল আছে। জর্জিয় উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৪৭,২৩,১৯৮টি।