জয় বাবা ফেলুনাথ হলো সত্যজিৎ রায় পরিচালিত ১৯৭৯ সালের ভারতীয় বাংলা ভাষার রহস্য চলচ্চিত্র ।এটি করেছেন পরিচালক সত্যজিৎ রায় এবং প্রযোজনা করেছেন আর ডি বি প্রডাকশন্স । চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়[১],সন্তোষ দত্ত,সিদ্ধার্থ চট্টোপাধ্যায়,উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় । এটি সত্যজিৎ রায় নির্মিত দ্বিতীয় ও শেষ ফেলুদা চলচ্চিত্র।[২]
এই কাহিনী আবর্তিত হয়েছে কাশী অর্থাৎ বেনারস শহরকে ঘিরে। সেখানকার বনেদি ঘোষালবাড়ির বহুমূল্যবান গনেশমূর্তিকে হাতাতে চায় ক্ষমতাশীল ব্যক্তি মগনলাল। যে মুর্তিকে লুকিয়ে রেখেছিল বাড়ির কণিষ্ঠতম সদস্য রুকু আর গৃহকর্তা, তার দাদু। অন্যদিকে গঙ্গার ঘাটে আবির্ভাব এক রহস্যময় মছলিবাবার। অজানা আততায়ী হত্যা করে মুর্তি গড়ার কারীগর শশীবাবুকে, যিনি কাকতালীয়ভাবে উদ্ধার করেন গণেশমূর্তিটি সিংহের মুখের ভেতর থেকে। দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন ফেলুদা স্থানীয় পুলিশের সহায়তায় জাল গুটিয়ে আনেন।[৩]