চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ একটি বার্ষিক আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ ছিল। সচরাচর এটি সিএলটি২০ নামে পরিচিত। উক্ত প্রতিযোগিতায় বৃহৎ আকারের ক্রিকেটভূক্ত দেশসমূহের শীর্ষস্থানীয় ঘরোয়া ক্রিকেট দলসমূহ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। ২০০৮ সালে প্রতিযোগিতার উদ্বোধন হলেও মুম্বাই আক্রমণের প্রেক্ষিতে তা বাতিল হয়। পরবর্তীতে অক্টোবর, ২০০৯ সালে প্রথম আসরের সূচনা ঘটে।[১] বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবংক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে এ প্রতিযোগিতা আয়োজন করে।[২] বিসিসিআইয়ের সভাপতি এন. শ্রীনিবাসন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছেন। সিএলটি২০ প্রতিযোগিতাসহ আইপিএলের প্রধান পরিচালনাকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন সুন্দর রমন।[৩][৪]
ভারত অথবা দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবর সময়কালে দুই থেকে তিন সপ্তাহব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বমোট পুরস্কার মূল্য হচ্ছে $৬ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে বিজয়ী দলকে $২.৫ মিলিয়ন ডলার মূল্যমানের পুরস্কার প্রদান করা হয় যা ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।[৫] বর্তমানে প্রিমিয়ার টুয়েন্টি২০ প্রতিযোগিতার সেরা দলগুলো এতে অংশ নেয়। তবে সাতটি টেস্টভূক্ত দেশের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দলগুলোকেই প্রাধান্য দেয়া হয়।[৬]
দুর্বল দর্শকসংখ্যা, দর্শকদের আগ্রহের অভাব, অস্থিতিশীল স্পনসরশিপ এবং অন্যান্য প্রয়োজনীয় কারণের অভাবের কারণে, তিনটি প্রতিষ্ঠাতা ক্রিকেট বোর্ড ১৫ জুলাই ২০১৫ এ টুর্নামেন্টটি বাতিল করার ঘোষণা দেয়, এইভাবে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ টুর্নামেন্টের শেষ সংস্করণে পরিণত হয়।
সূত্র: ক্রিকইনফো [১৭]
২০১২ আসর পর্যন্ত ১০৩ খেলায় সর্বমোট ৩০ দল অংশ নিয়েছে।[১৮] ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়েরা চার আসরে ২০ খেলায় অংশ নিয়েছেন।[১৯] চারজন খেলোয়াড় শতরান করেছেন।[২০] ১৬জন খেলোয়াড় চার উইকেট ও ৩জন পাঁচ উইকেট পেয়েছেন।[২১][২২] একজন খেলোয়াড় হ্যাট্রিক লাভ করেছেন।[২৩]
নিচের ছকে এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের সাফল্য দেখানো হয়েছে:
টীকা:
সূত্র: ক্রিকইনফো [১৭] সর্বশেষ হালনাগাদ: ১৩ সেপ্টেম্বর, ২০১৪
চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নিলেও গ্রুপ পর্ব / লিগ পর্বে যোগ্যতা লাভ করেনি এমন দলের তালিকা ছকে তুলে ধরা হয়েছে।
সর্বশেষ হালনাগাদ: ১৪ সেপ্টেম্বর, ২০১৪
<ref>
espn