চেক উইকিপিডিয়া হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার চেক ভাষার সংস্করণ। চেক উইকিপিডিয়া ২০০২ সালে যাত্রা শুরু করে এবং জানুয়ারি ২০২৫ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ৫,৬০,৮৩৬টি নিবন্ধ, ৬,৮৫,০০০ জন ব্যবহারকারী, ৩৩ জন প্রশাসক ও ১টি ফাইল আছে। চেক উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ২,৪৫,৪৯,৯৪৭টি।
ইতিহাস
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে চেক উইকিপিডিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।