চার্লস আর্চিবল্ড হোপ (জন্ম এপ্রিল ১৯৪৫) একজন ব্রিটিশ শিল্পকলা ইতিহাসবিদ যিনি ২০০১ থেকে ২০১০ সাল [১] ওয়ারবার্গ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তার স্থলাভিষিক্ত হন পিটার ম্যাক । [২] তিনি ১৫ ও ১৬ শতকের ইতালীয় শিল্পকলা বিশেষ করে ভিনিস্বাসী চিত্রকলার একজন বিশেষজ্ঞ। [৩]