ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-ল্হুন-গ্রুব (ওয়াইলি: ngag dbang bstan 'dzin lhub grub) (১৬৭১-১৭২৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) কুড়িতম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-ল্হুন-গ্রুব ১৬৭১ খ্রিষ্টাব্দে তিব্বতের লোং-পো-স্তোদ-পা (ওয়াইলি: long po stod pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-রিং-ব্সাম-গ্রুব (ওয়াইলি: tshe ring bsam grub) এবং মাতার নাম ছিল ব্ক্রা-শিস-বু-খ্রিদ (ওয়াইলি: bkra shis bu khrid)। র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rgyal ba rgya mtsho) নামক পঞ্চম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-ব্জাং-পো (ওয়াইলি: ngag dbang 'phrin las bzang po) নামক চতুর্থ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা্র পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন ও পঞ্চম দলাই লামা তা নিশ্চিত করেন। ল্চাগ্স-রা (ওয়াইলি: lcags ra) বৌদ্ধবিহারে র্গ্যাল-বা-র্গ্যা-ম্ত্শো তাকে দীক্ষা প্রদান ও ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে শিক্ষাদান করেন। নয় বছর বয়সে অঞ্চম দলাই লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। কুড়ি ও সাতাশ বছর বয়সে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa), ত্শুল-খ্রিম্স-দার-র্গ্যাস নামক পঁয়তাল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা প্রভৃতি বিখ্যাত লামারা এই সময় তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। এই সময় পঞ্চম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি ল্চাগ্স-রা (ওয়াইলি: lcags ra) বৌদ্ধবিহারে পঁয়ত্রিশটি বুদ্ধ মূর্তি নির্মাণ করেন এবং বহুবিধ সংস্কার সাধন করেন। ১৭১৮ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের কুড়িতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় তিনি এই বিহারে পঁয়ত্রিশটি বুদ্ধ মূর্তি, শ্বেত চন্দন নির্মিত বুদ্ধমূর্তি ও মৈত্রেয় মূর্তি নির্মাণ করান এবং সোনা ও রূপার অক্ষরে ব্কা'-'গ্যুর ওয়াইলি: bka' 'gyur) গ্রন্থটিকে প্রকাশের ব্যবস্থা করেন। তিনি ষষ্ঠ 'ফাগ্স-পা-ল্হা উপাধিধারী বৌদ্ধ লামা হিসেবে 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শোকে (ওয়াইলি: 'jigs med bstan pa'i rgya mtsho) চিহ্নিত করেন।[১]
তথ্যসূত্র