ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) (১৭৩০-১৭৯৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং ১৭৩০ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ওল-খা-র্দ্জোং-ফ্যি'ই-গ্রোং (ওয়াইলি: 'ol kha rdzong phyi'i grong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দ্গোস-পা-ত্শে-রিং (ওয়াইলি: dgos pa tshe ring) এবং মাতার নাম ছিল মিগ-য়াগ (ওয়াইলি: mig yag)। ছয় বছর বয়সে তাকে সে-রা বৌদ্ধবিহার নিয়ে যাওয়া হলে ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন-ল্হুন-গ্রুব (ওয়াইলি: ngag dbang bstan 'dzin lhub grub) নামক পঞ্চম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন ও সপ্তম দলাই লামা তাকে দীক্ষা প্রদান করেন। এই সময় রোল-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: rol pa'i rdo rje) নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু (ওয়াইলি: lcang skya ho thog thu) এবং ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jigs med bstan pa'i rgya mtsho) নামক ষষ্ঠ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) তাকে ল্চাগ্স-রা (ওয়াইলি: lcags ra) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করেন। এরপর তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) ও ১৭৪৩ খ্রিষ্টাব্দে সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষালাভ করেন। এই সময় সপ্তম দলাই লামা এবং ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) নামক চুয়ান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষালাভের শেষে সপ্তম দলাই লামা তাকে দেন চোখোর বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করেন। তারা অসাধারণ পাণ্ডিত্যের জন্য সপ্তম দলাই লামা তাকে এর্দিনাই পণ্ডিত হুতুক্তু এবং চক্র হুতুক্তু উপাধি প্রদান করেন।[১]
তথ্যসূত্র