গোপাল ভাঁড় হলো বাংলার হাস্যরসিক গোপাল ভাঁড়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত ভারতীয় বাংলা ভাষার একটি হাস্যরসাত্মক অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক, যেটি ২০১৫ সাল থেকে সনি আট চ্যানেলে সম্প্রচারিত হয়ে আসছে।[১] বাংলা ভাষার পাশাপাশি ধারাবাহিকটিকে হিন্দি ভাষাতেও ডাবিং করে সম্প্রচার করা হয় সনি ইয়েইতে।[২][৩][৪]
এখন পর্যন্ত ধারাবাহিকটির ১,১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে।