পিপলস অ্যালায়েন্স মালদ্বীপের একটি রাজনৈতিক দল ছিল। দলটি ৪ আগস্ট ২০০৮ এ নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত হয়েছিল এবং ২০১৩ সালে বিলুপ্ত হয়ে যায়।
দলের সাবেক নেতা ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী এবং মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন, সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমের সৎ ভাই। তিনি ২০১০ সালে মালদ্বীপের প্রগ্রেসিভ পার্টিতে যোগদানের জন্য পদত্যাগ করেন।
দলের সহ-সভাপতি ছিলেন মাননীয় ড. মুসা জমির, যিনি কিনবিধু আসনের সাংসদ ছিলেন।[১]
দলের কোষাধ্যক্ষ ছিলেন মাননীয় ড. আহমদ মোস্তফা।[১]
ইয়ং পিএ (ইয়ুথ উইং) এর সভাপতি মাননীয় ড. আব্দুল্লাহ রিফাউ।[১]
তথ্যসূত্র