আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল কাইয়ুম (ধিবেহী: އަބްދުﷲ ޔާމީން އަބްދުލް ގައްޔޫމް; জন্ম: ২১ মে, ১৯৫৯) মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬ষ্ঠ রাষ্ট্রপতির।[১][২] মালদ্বীপের আইনসভা পিপলস মজলিসেসংখ্যালঘিষ্ঠ দলের নেতা ছিলেন।[৩] ১৯৯৩ সাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে চার মেয়াদে সংসদ সদস্যরূপে নির্বাচিত হয়ে আসছেন। তবে ২০২০ সালে মুদ্রা-পাচার মামলায় তিনি কারাবন্দী হন এবং বর্তমানে মালদ্বীপের মাফুশি কারাগারে রয়েছেন।
রাজনৈতিক জীবন
রাজনৈতিক জীবনের শুরুতে ইয়ামিন তার জীবনের বড় একটি অংশ মাচ্চানগোলহি ওয়ার্ড এলাকায় কম্যুনিটি সংগঠক হিসেবে ব্যয় করেন। এ এলাকাতেই তিনি শৈশবকাল অতিবাহিত করেন। মাচ্চানগোলহি ওয়ার্ড প্রধান হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে তিনি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জেলাকে পরিচিতি ঘটান এবং কম্যুনিটিভিত্তিক বেসরকারী বিদ্যালয় আহমাদিয়াকে শিক্ষার সর্বোচ্চ মানে রূপান্তরের প্রয়াস চালিয়ে সফলকাম হন। এরপর তিনি পিপলস অ্যালায়েন্স (পিএ) নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় সহায়তা করেন। পরবর্তীতে তিনি দল ত্যাগ করে ২০১০ সালে মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টিতে (পিপিএম) যোগদান করেন।[৪] দল গঠনের পর থেকেই তিনি পিপিএমের দলনেতা হিসেবে সংসদীয় দলের প্রধান হন। ১৭-১৯ জানুয়ারি, ২০১৩ তারিখে আয়োজিত পিপিএমের প্রথম কংগ্রেসের মাধ্যমে বর্তমানেও তিনি এ পদ ধারণ করে আছেন। ২০১৩ সালে অনুষ্ঠিত মালদ্বীপের সংসদীয় নির্বাচনে তিনি জয়যুক্ত হন।