ক্রেগ জর্জ উইলিয়ামস (জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৮৪ ওশাকাটি, ওশানা অঞ্চলে ) একজন নামিবিয়ার ক্রিকেটার।
উইলিয়ামস ২০০৭ সালে নামিবিয়ান ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন, উত্তর-পশ্চিম অঞ্চলের বিপক্ষে তিন দিনের দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক চ্যালেঞ্জ ম্যাচে। উইলিয়ামস ম্যাচের প্রথম ইনিংসে চার ওভার বোল করে ২৩ রান দিয়েছিলেন। প্রথম শ্রেণীর অভিষেক ইনিংসে তিনি অর্ধশতক করেছিলেন। [১]
উইলিয়ামস তখন থেকে নামিবিয়া এ দলের হয়ে খেলেছেন, এই দলের হয়ে প্রথমবারের মতো কানাডার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ২০১৮ জানুয়ারিতে, ২০১৮ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ টুর্নামেন্টের জন্য নামিবিয়ার স্কোয়াডে তাঁর নাম ছিল।[২]
ফেব্রুয়ারি ২০১৮ সালে, তিনি ২০১৭–১৮ সিএসএ প্রাদেশিক ওয়ানডে চ্যালেঞ্জে ফ্রি স্টেটের বিপক্ষে নামিবিয়ার হয়ে খেলার পরে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।[৩][৪] নামিবিয়ার হয়ে ২০১৭-১৮ সানফয়েল তিন-দিনের কাপে তিনি আট ম্যাচে ৬৮৭ রান নিয়ে সেরা রান সংগ্রহকারী ছিলেন। [৫]
২০১৯ সালের মার্চ মাসে, তাকে নামিবিয়ার স্কোয়াডে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়ে ২০১৯ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ টুর্নামেন্টের জন্য।[৬] উক্ত প্রতিযোগিতায় নামিবিয়া শীর্ষ চারে অবস্থান করলে, একদিনের আন্তর্জাতিক (ওডিআই) মর্যাদা পেয়ে যায়।[৭] উইলিয়ামস টুর্নামেন্টের ফাইনালে ওমানের বিপক্ষে ২৭ এপ্রিল ২০১৯ তারিখে নামিবিয়ার হয়ে ওডিআইয়ে অভিষেক হয়েছিল। [৮]
২০১৯-২০ আন্তর্জাতিক মৌসুমের আগে ক্রিকেট নামিবিয়ার ঘোষিত এলিট মেনস স্কোয়াডের পঁচিশজন ক্রিকেটারের মধ্যে তিনিও ছিলেন একজন।[৯][১০] তিনি বোস্টওয়ানার নামিবিয়া সফরকালে ১৯ আগস্ট ২০১৯-এ বটসওয়ানার বিপক্ষে নামিবিয়ার হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেটে অভিষেক করেছিলেন।[১১] ২০১৯ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি টুয়েন্টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য নামিবিয়ার স্কোয়াডে তাকে নাম দেওয়া হয়েছিল। [১২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ