কে এম আসাদ

কে এম আসাদ
জন্ম১৯৮৩ (বয়স ৪১–৪২)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
পেশাফটোসাংবাদিক
কর্মজীবন২০০৪-বর্তমান
প্রতিনিধিজুমা প্রেস
পরিচিতির কারণডকুমেন্টারি ফটোগ্রাফি, ফটো সাংবাদিকতা
পুরস্কার৩য় পুরস্কার, একক, পরিবেশ বিভাগ, ওয়ার্ল্ড প্রেস ফটো, ২০২১[]
ওয়েবসাইটwww.kmasad.com

খন্দকার মুহাম্মদ আসাদ (জন্ম ১৯৮৩), কে এম আসাদ নামে পরিচিত, একজন বাংলাদেশী প্রামাণ্য আলোকচিত্রশিল্পী এবং আলোকচিত্র সাংবাদিক। তিনি বর্তমানে জুমা প্রেস নিউজ এজেন্সির একজন ফটোসাংবাদিক এবং গেটি ইমেজের জন্য অবদানকারী আলোকচিত্রশিল্পী।[তথ্যসূত্র প্রয়োজন]

তিনি চিত্র জলবায়ু সংকট সমাধান: কালবগিতে পানীয় জল সংগ্রহ এর জন্য ২০২১ সালের ওয়ার্ল্ড প্রেস ফটোতে ৩য় পুরস্কার জিতে নেয়।

জীবনের প্রথমার্ধ

আসাদ ২০০৮ সালে পাঠশালা (দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি) থেকে আলোকচিত্রশিল্পে স্নাতক ডিগ্রি লাভ করেন। []

কর্মজীবন

২০০৭ সালে, যখন ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে, আসাদ স্থানীয় মানুষের অবস্থা ধারণ করতে দূরবর্তী স্থানে গিয়েছিলেন। [] তিনি ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পও কভার করেন। []

পুরস্কার

তথ্যসূত্র

  1. "Climate Crisis Solutions: Collecting Drinking Water in Kalabogi"www.worldpressphoto.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০২ 
  2. "K M Assad"International Photography Awards - IPA। ২১ জানুয়ারি ২০১৫। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 
  3. কষ্টে থাকা শিশুর মুখ: ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭ DW 31.12.2017Deutsche Welle। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯ 
  4. যে ছবিতে নতুন জীবনের আশাদৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!