খন্দকার মুহাম্মদ আসাদ (জন্ম ১৯৮৩), কে এম আসাদ নামে পরিচিত, একজন বাংলাদেশী প্রামাণ্য আলোকচিত্রশিল্পী এবং আলোকচিত্র সাংবাদিক। তিনি বর্তমানে জুমা প্রেস নিউজ এজেন্সির একজন ফটোসাংবাদিক এবং গেটি ইমেজের জন্য অবদানকারী আলোকচিত্রশিল্পী।[তথ্যসূত্র প্রয়োজন]
তিনি চিত্র জলবায়ু সংকট সমাধান: কালবগিতে পানীয় জল সংগ্রহ এর জন্য ২০২১ সালের ওয়ার্ল্ড প্রেস ফটোতে ৩য় পুরস্কার জিতে নেয়।
জীবনের প্রথমার্ধ
আসাদ ২০০৮ সালে পাঠশালা (দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি) থেকে আলোকচিত্রশিল্পে স্নাতক ডিগ্রি লাভ করেন। [২]
কর্মজীবন
২০০৭ সালে, যখন ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে, আসাদ স্থানীয় মানুষের অবস্থা ধারণ করতে দূরবর্তী স্থানে গিয়েছিলেন। [৩] তিনি ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পও কভার করেন। [৪]
পুরস্কার
তথ্যসূত্র