কুরান ওয়া মুঞ্জান জেলা পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। জেলাটি হিন্দুকুশ পর্বতমালার পাশাপাশি অবস্থান করছে এবং জনসংখ্যার প্রায় ৮,০০০ জন বাসিন্দাদের বসতবাড়ি রয়েছে এখানে। জেলাটির প্রশাসনিক কেন্দ্র হচ্ছে কুরান ওয়া মুঞ্জান।
২০১৫ সালের ২৬ শে অক্টোবর হিন্দুকুশ পর্বতমালায় যে ভূমিকম্পটি হয়েছিল তা এখান থেকে মাত্র ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।[১][২]