আরাখতো হচ্ছে আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অন্যতম একটি গ্রাম।[১]
এটি শিবা হ্রদ ও পাঞ্জ নদীর তীরে অবস্থিত।[২] তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থান করা এটির উচ্চতা ৩,১০০ মিটার (১০,২০০ ফু)। গ্রামটি অবস্থান করে আছে মূলত পিচ থেকে ৫.৩ কিলোমিটার (৩.৩ মা), উইশতায়েন থেকে ৪.২ কিমি (২.৬ মা), গর্ডজাক থেকে ৬.১ কিমি (৩.৮ মা) এবং ঘর জাভিন থেকে ১০.০ কিমি (৬.২ মা)।
পার্শ্ববতী বিমানবন্দরটি খোরোগ সীমান্ত থেকে ১৪ কিমি (৯ মা) দূরত্বে অবস্থান করছে।
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
জেলা | | |
---|
জনবহুল এলাকা | |
---|
ভবন এবং কাঠামো | |
---|
অন্যান্য | |
---|
|