১৯৯৬ সালের ২৩ অক্টোবর তারিখে কুয়েতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।[১] মোট ২৩০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, [২] যাতে সরকার সমর্থক প্রার্থীরা সর্বাধিক সংখ্যক আসনে জয়ী হয়। ভোটার উপস্থিতি ছিল ৮৩%। [৩]
নির্বাচনের পর আহমেদ আল-সাদুন জাসেম আল-খারাফিকে পরাজিত করে স্পিকার নির্বাচিত হন।