কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (ইংরেজি: Killers of the Flower Moon) ২০২৩ সালের একটি আমেরিকান ওয়েস্টার্ন ক্রাইম ড্রামা ফিল্ম। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি। তিনি এবং এরিখ রথ দুজনে মিলে ২০১৭ সালের একই নামের একটি বইয়ের উপর ভিত্তি করে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন।[৬]
চলচ্চিত্রটি ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র-সহ তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে।[৭]