কিয়াউকফিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইংরেজি: Kyaukphyu Special Economic Zone; বর্মী: ကျောက်ဖြူအထူးစီးပွားရေးဇုန်) দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের পশ্চিমভাবে অবস্থিত ১৬০০ হেক্টর আয়তনের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটিকে দেশটির রাখাইন রাজ্যের রামরি দ্বীপের কিয়াউকফিউ শহরে গড়ে তোলা হচ্ছে।[১] ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে অঞ্চলটির কথা প্রথম ঘোষণা করা হয়।[২] নির্মাণ প্রকল্পটি প্রথমে চীন ও মিয়ানমার সরকারের যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটিকে বেসরকারী নির্মাতাদের কাছে প্রদান করা হয়েছে।[১] কিয়াউকফিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি বঙ্গোপসাগরের শোয়ে গ্যাসক্ষেত্রের সাথে সংযুক্ত থাকবে।[১] খনিজ তেল ও গ্যাস টার্মিনালটি চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে নির্মাণ করা হয়। সংস্থাটি প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের জন্য দুইটি নলপথ (পাইপলাইন) নির্মাণ করে।[৩]
মিয়ানমারের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের ২৬শে মে মিয়ানমারের রাজধানী নেপিডো-তে এ বিষয়ে একটি কনসোর্টিয়াম চুক্তি স্বাক্ষর করে।