কাহো না... পেয়্যার হ্যায় (হিন্দি: कहो ना प्यार है; বাংলা: বলো না... ভালোবাসি) হল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয়রোম্যান্টিকথ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন রাকেশ রোশন। এই ছবিতেই তার পুত্র হৃতিক রোশন ও অমীশা প্যাটেল প্রথম আত্মপ্রকাশ করেন। ছবিতে হৃতিককে রোহিত ও রাজের দ্বৈত চরিত্রে দেখা যায়।
কাহো না... পেয়্যার হ্যায় ছবির সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পিতাপুত্র জুটি পরবর্তী কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কোই... মিল গায়া, কৃষ, কৃষ ৩[৫] ও কাইটস্।
কাহিনী সংক্ষেপ
এই ছবির প্রথমার্ধ্বের শেষে দেখা যায়, নায়ক একটি দুর্ঘটনায় মৃত বলে জানা যাচ্ছে এবং ছবির দ্বিতীয়ার্ধ্বে দেখা যায়, নায়িকাকে মানসিক অবসাদ থেকে মুক্ত করার জন্য কাকার বাড়িতে পাঠানো হচ্ছে। যাত্রাপথে নায়িকা নায়কের মতো দেখতে একজনকে দেখে চমকে উঠছে। পরে নায়িকা তাকেই একটি ডিস্কোথেকে আনন্দের সঙ্গে নাচতে দেখছে। এই ঘটনাটি ১৯৮৬ সালের কন্নড় চলচ্চিত্র কথা সপ্তমী থেকে অনুপ্রাণিত।
↑"Kaho Naa... Pyaar Hai"। www.boxofficeindia.com। Archived from the original on ২ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"All Time Rank"। www.boxofficeindia.com। Archived from the original on ২০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)