কাজিমিরো|
পূর্ণ নাম |
কাজিমিরো দো আমারাল |
---|
জন্ম |
(১৮৯২-০৯-১৪)১৪ সেপ্টেম্বর ১৮৯২ |
---|
জন্ম স্থান |
লিসবন, পর্তুগাল |
---|
মৃত্যু |
১৮ অক্টোবর ১৯৩৯(1939-10-18) (বয়স ৪৭) |
---|
মৃত্যুর স্থান |
ব্রাজিল |
---|
মাঠে অবস্থান |
গোলরক্ষক |
---|
কাজিমিরো দো আমারাল (পর্তুগিজ: Casemiro do Amaral, ব্রাজিলীয় পর্তুগিজ: [kˌazimˈiɾʊ dˈʊ ˌæmaɾˈa͡ʊ]; ১৪ সেপ্টেম্বর ১৮৯২ – ১৮ অক্টোবর ১৯৩৯; কাজিমিরো নামে সুপরিচিত) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় করিন্থিয়ান্স এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।
কাজিমিরো ১৯১৬ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯১৭ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬ এবং ১৯১৭) অংশগ্রহণ করেছিলেন, উভয় আসরেই তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবল
কাজিমিরো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
ব্যক্তিগত জীবন
কাজিমিরো দো আমারাল ১৮৯২ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৩৯ সালের ১৮ই অক্টোবর তারিখে, ব্রাজিলে ৪৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
ব্রাজিল |
১৯১৬ |
২ |
০
|
১৯১৭ |
৪ |
০
|
সর্বমোট |
৬ |
০
|
তথ্যসূত্র
- ↑ "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ