Share to: share facebook share twitter share wa share telegram print page

কর্তা–ক্রিয়া–কর্ম

কর্তা–ক্রিয়া–কর্ম হলো একটি ব্যাকরণিক পদক্রম যাতে বাক্যের শুরুতে কর্তা, তারপর ক্রিয়া এবং শেষে কর্ম বসে। এ ধরনের পদক্রমকে ইংরেজিতে সংক্ষেপে SVO(Subject-Verb-Object) বলা হয়। ইংরেজি একটি উল্লেখযোগ্য SVO ভাষা। "Ahan(S) Loves(V) Him(O)" হলো একটি ইংরেজি বাক্য যা আলোচ্য পদক্রমঅনুসরণ করে গঠিত হয়েছে।

বাংলা ভাষা মূলত কর্তা-কর্ম-ক্রিয়া পদক্রম অনুসরণকারী হলেও সাধারণত সব ধরনের পদক্রম ব্যবহৃত হয়। যেমন- "অহন(কর্তা) ভালোবাসে(ক্রিয়া) তাকে(কর্ম)" হলো একটি SVO পদক্রম।

পদক্রম

পদক্রম বাংলায় তুল্য পদক্রম ভাষাগত ব্যবহারের হার প্রয়োগকারী কিছু প্রধান ভাষা
কর্তা–কর্ম–ক্রিয়া আমি ভাত খাই ৪৫% 45
 
প্রাচীন গ্রিক, বাংলা, হিন্দি, জাপানি, কোরিয়ান, লাতিন, ফারসি সংস্কৃত
কর্তা–ক্রিয়া–কর্ম আমি খাই ভাত ৪২% 42
 
চীনা, ইংরেজি, ফরাসি, হাউসা, ইতালীয়, মালয়, রুশ, থাই, থাই,
ক্রিয়া–কর্তা–কর্ম খাই আমি ভাত ৯% 9
 
বাইবেলীয় হিব্রু, আরবি, আইরিশ, ফিলিপিনো, তুয়ারেগ-বারবার, ওয়েল্‌শ
ক্রিয়া–কর্ম–কর্তা খাই ভাত আমি ৩% 3
 
মালাগাসি, বাউরে, কার
কর্ম–ক্রিয়া–কর্তা ভাত খাই আমি ১% 1
 
আপালাই, হিহ্‌কারিয়ানা, ক্লিনগন
কর্ম–কর্তা–ক্রিয়া ভাত আমি খাই ০% ওয়ারাও
১৯৮০-এর দশকে রাসেল এস টমলিন কর্তৃক জরিপকৃত ভাষাসমূহে শব্দের পদক্রমের পৌনঃপুনিকতা বিতরণ[][]
()

অন্যান্য সকল ধরনের পদক্রমের মধ্যে সর্বাধিক ভাষায় ব্যবহৃত কর্তা-কর্ম-ক্রিয়া পদক্রমের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কর্তা–ক্রিয়া–কর্ম বা SVO পদক্রম যা সাকুল্য পদক্রমের ৪২% প্রায়।

প্রয়োগকারী ভাষা

যেসকল ভাষার ব্যাকরণ কর্তা–ক্রিয়া–কর্ম পদক্রম অনুসরণ করে-

আলবেনিয়ান, আরবি উপভাষা, আসিরিয়ান, বসনিয়ান, চীনা, ইংরেজি, এস্তোনীয়, ফিনিশ, ফরাসি, গান্ডা, গ্রীক, হাউসা, আইসল্যান্ডীয়, ইগবো, ইতালিয়ান, জাপানি, খমের, লাত্ভীয়, ম্যাসেডোনিয়ান, মালে (মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান), আধুনিক হিব্রু, পোলিশ, পর্তুগিজ, কোচি, রিও রাপা, রোমানিয়ান, রাশিয়ান, স্লোভেন, স্পেনীয়, সোয়াহিলি, থাই এবং লাও, ইউক্রেনীয়, ভিয়েতনামী, ইওরোবা এবং জুলু।

তথ্যসূত্র

  1. Meyer, Charles F. (২০১০)। Introducing English Linguistics International (Student সংস্করণ)। Cambridge University Press। 
  2. Tomlin, Russell S. (১৯৮৬)। Basic Word Order: Functional Principles। London: Croom Helm। পৃষ্ঠা 22। আইএসবিএন 9780709924999ওসিএলসি 13423631 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya